আসসালামু আলাইকুম শায়েখ।
আমার বাবা একজন থেকে জমি বন্ধক নিয়ে কিছু টাকা ধার দেয় এবং তিনি সেই জমিতে ধান চাষ করে। কিন্তু আমরা অনেক দিন পরে জানতে পারি যে এটা হারাম যা সুদের অন্তর্ভুক্ত। আমরা সেই চাল ব্যাবহার করেছি বিক্রি করেছি। এখন আমরা চাচ্ছি তওবা করতে। এখন যেহেতু এটা সুদের মধ্যে পড়ে গিয়েছে তাহলে কি এখন আমাদের ওই জমির মালিককে ধান চাল এর টাকা ফেরত দিতে হবে। নাকি জমির ভাড়া হিসেবে কিছু টাকা ওদেরকে দিয়ে দিব। ধান চাষ এর যাবতীয় খরচ আমরা বহন করেছিলাম। আমাদের থেকে ওরা জমিটা ছাড়িয়েও নিয়েছে। আর আমরা যদি কোন টাকা পয়সা না দিয়ে ওদেরকে বিষয়টা বুঝিয়ে বলে মাফ চেয়ে নেই তাহলে কি আমাদের মাফ হবে? কারন ওরাই জানে না এটা যে সুদের অন্তর্ভুক্ত।