আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6807

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমি নিজের সাধ্য মত চেষ্টা করি হালাল ইনকাম করার। তবুও আমার মনে হয় আমার ইনাকমে হারাম ঢুকে গিয়েছে। এখন যদি কোন হারাম ঢুকে থাকে, সেই টাকা যদি আমি খাওয়া বাদে অন্য কোন কাজে ব্যবহার করি যেমন আমি যদি ২০০০ টাকা বাসা ভাড়া দেই সেই খানে যদি ১০০-২০০ টাকা হারাম ঢুকে যায় তাহলে কি আমার কোন ইবাদত কবুল হবে না? কারন আমি একটা ওয়াজে শুনেছে যারা হারাম ভক্ষন করে তারাই হারাম খোর না, যারা হারাম টাকা কোন কাজে ব্যবহার করে তাহলে তারাও হারামখোর। এক্ষেত্রে আমি কি করতে পারি। কারন আমি ইবাদত এ মনোযোগ দিতে পারছি না। আমার মনে হয় আমার যদি এক টাকাও হারাম ব্যবহার করে থাকি তাহলে আমার ইবাদত কবুল হবে না। উত্তর দিলে অনেক উপকার হবে। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম উপার্জনের টাকা খাওয়া,পরা, ঘর ভাড়া, চিকিৎসা, দান-সদকা কোন কাজেই লাগানো যাবে না। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন পূর্বশর্ত। যদি আপনি নিশ্চিত হন যে, আপনার উপার্জনে কোন হারাম ঢুকে যাচ্ছে তাহলে হারাম প্রবেশ  করার পর বন্ধ করুন এবং যতটুুকু হারাম টাকা এসেছে সেগুলো গরীব-মিসকিনদের সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিন।