আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6805

কুরআন

প্রকাশকাল: 19 মার্চ 2024

প্রশ্ন

আমি একজন HSC ছাএ। আমার বয়স ১৮ বছর। আমি মোটা তাই আমার বাবা মা আমাকে বিভিন্ন ভাবে অপমান করে। আত্মীয় স্বজন দের সামনে নানা ভাবে অপমান করে। আমি পড়ালেখায় অত ভালো না। আমাকে আমার বাবা মা পড়ালেখা নিয়ে কথা শুনালে তার মধ্যে আমার শরীর নিয়ে কথা বলে। আমি প্রতিবাদ করিনা কারণ আল্লাহ তায়ালা নির্দেশ বাবা মা উপর কথা বলা যাবেনা। আমার প্রশ্ন হলো বাবা মা যে এভাবে অপমান করে তা কি ইসলাম য়ি শরিয়া অনুযায়ী সঠিক কিনা ?

 

উত্তর

নিজের ছেলেকে এভাবে যারা অপমান করে তারা তো বড় ধরণের বোকা। তাদের এই কাজ ইসলামসম্মত নয়, সমাজবিরোধীও। আপনি বিনয়ের সাথে তাদেরকে এমন করতে নিষেধ করবেন।