বাচ্চা হওয়ার যে রক্ত বের হয় তার নাম “নেফাস”। নেফাসের সময় নামায আদায় করা লাগে না। নেফাসের সর্বোচ্চ সময় ৪০ দিন। ৪০ দিনের পরও যদি রক্ত বের হয় তাহলে সেটা আর নেফাসের রক্ত ধরা হবে না। তখন থেকে নামায আদায় করতে হবে। আর নেফাসের সর্বনিম্ন কোন সময় নেই। রক্ত বের হওয়া বন্ধ হলেই নামায শুরু করতে হবে। ৪০ দিনের আগে যখনই রক্ত বন্ধ হবে তখনই নামায শুরু করা আবশ্যক।