আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6623

হালাল হারাম

প্রকাশকাল: 25 ডিসে. 2023

প্রশ্ন

যদি কোনো ব্যক্তির উপার্জনের মধ্যে হালাল এবং হারাম উভয় উপার্জন থাকে তাহলে তার উপার্জনের অর্থ উপহার হিসেবে নেওয়া জায়েজ হবে কিনা?

উত্তর

অধিকাংশ বা সব উপার্জন হারাম হলে নেয়া যাবে না। আংশিক হারাম হলে নেয়া যাবে, এই ধারণায় যে, হালাল টাকা থেকে সে উপহার দিয়েছে। তবে এমন ব্যক্তিকে পরিহার করা উচিৎ।