As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6533

পবিত্রতা

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

বাচ্চা হবার পর ৪০দিন আগেই ব্লিডিং বন্ধ হলে নামাজ আদায় করা যাবে কিনা

উত্তর

বাচ্চা হওয়ার যে রক্ত বের হয় তার নাম “নেফাস”। নেফাসের সময় নামায আদায় করা লাগে না।  নেফাসের সর্বোচ্চ সময় ৪০ দিন। ৪০ দিনের পরও যদি রক্ত বের হয় তাহলে সেটা আর নেফাসের রক্ত ধরা হবে না। তখন থেকে নামায আদায় করতে হবে। আর নেফাসের সর্বনিম্ন কোন সময় নেই। রক্ত বের হওয়া বন্ধ হলেই নামায শুরু করতে হবে। ৪০ দিনের আগে যখনই রক্ত বন্ধ হবে তখনই নামায শুরু করা আবশ্যক।