আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6405

নামায

প্রকাশকাল: 13 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি আসলে বাংলাদেশ থেকে ইউরোপের যেকোন দেশে যাওয়ার সময় নামাজের বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম আসলে এইসব নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। বাংলাদেশর সাথে ইউরোপের বিভিন্ন দেশের সময়ের ব্যবধান প্রায় 6 ঘন্টার। আবার ঐসব দেশে যেতে হলে 2 টা বিমান চেন্স করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ থেকে দুপুুর 1 টা যোহর নামাজ পরে বিমানে উঠলাম 6_7 ঘন্টা পর মাঝে যদি অবতরণ করি তাহলে মাঝের নামাজ কিভাবে পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যুহরের নামায পড়ে বিমানে উঠার পর বিমানে থাকা অবস্থায় বা বিমান থেকে নামার পর যেখানে থাকবেন সেই জায়গার আসরের নামাযের সময় আসরের নামায আদায় করবেন। যদি সফরের কারণে নামায আদায় করতে সমস্যা হয় তাহলে যোহরের সময় যোহর ও আসর একসাথে আদায় করেও বিমানে উঠতে পারেন। মাগরিব ও এশাও সমস্যার কারণে সফরে একসাথে আদায় করতে পারেন। মোটকথা যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী নামায আদায় করবেন।