আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6404

লেনদেন

প্রকাশকাল: 12 আগস্ট 2023

প্রশ্ন

আচ্ছা আমার কোনো জিনিস বা টাকা কেও নিয়ে দেই নি বা আমার হক নষ্ট করেছে আমি যদি আমার হকের জিনিস টা মাফ করে দেই তাহলে কী আমি কারো হক নষ্ট করে থাকলে মাফ পাবো?

উত্তর

না, আমি মাফ করলে যে আপনার হক নষ্ট করেছে সে মাফ পাবে। আপনি কারো হক নষ্ট করলে, যার হক আপনি নষ্ট করেছেন সে মাফ না করা পর্যন্ত মাফ পাবেন না।