আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6406

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমার এক বন্ধু ডাক্তারী পড়ছে। সে ইন্টারনি করার সময় বিয়ে করতে চায়। এখন ওই সময় তার হাতে বড় করে ওয়ালিমা করার মতো টাকার রোজগার থাকবে না। কিন্তু তার পরিবারের ওয়ালিমা করার মতো সামর্থ আছে, কিন্তু সে তাদের কাছ থেকে টাকা নিয়ে ওয়ালিমা করতে ইচ্ছুক নয়। সে যদি ওয়ালিমা না করে তার কী গুনাহ হবে। আর আমি কানাডায় থাকি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ইমান ঠিক রাখতে পারি। সঠিক ভাবে চলতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ওয়ালিমা না করলে গুনাহ হবে না। তবে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি এ সময় না পারে কিছু দিন পরিও করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে বেঁচে থাকার তাওফীক দান করুন।