আমি কারখানাতে চাকুরী করি, শুক্রবারে ডিউটি করতে হয়, সেখানে জুম্মার সালাত হয়, কিন্তু যেখানে সালাত হয় সেটা কোন ওয়াকফ কৃত না, কারখানার একটা ফ্লোর মাত্র ওয়াক্তিয়া সালাত হয়। প্রশ্ন হল এখানে জুম্মার সালাত জয়েয কি-না?
উত্তর
জ্বী, এখানে জুমার সালাত জায়েজ হবে। ওয়াক্ফ শর্ত নয় জুমার সালাত বৈধ হওয়াার জন্য।