আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6100

হাদীস

প্রকাশকাল: 12 অক্টো. 2022

প্রশ্ন

স্বামী মারা যাওয়ার ৪ মাস ১০ দিনের মধ্যে কি স্ত্রি কোন অনুষ্ঠানে যেতে পারবে ? আমার বাবা মারা গেছেন ২ মাস হলো এর মধ্যে আম্মুর ভাগ্নির বিয়ে, আমার মা কি এখন এই বিয়ের অনুষ্ঠানে যেতে পারবে – যেহেতু ৪ মাস ১০ দিন স্ত্রির শোক পালনের বিধান রয়েছে।

উত্তর

না, জরুরী প্রয়োজন ছাড়া ইদ্দত চলাকালীণ সময়ে মহিলারা বাড়ির বাইরে বের হতে পারবে না। আর বিয়ের অনুষ্ঠান জরুরী কোন প্রয়োজন না। চার মাস দশ দিন পার হওয়ার পর তিনি এই ধরণের অনুষ্ঠানে যেতে পারবেন।