আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6098

জায়েয

প্রকাশকাল: 10 অক্টো. 2022

প্রশ্ন

আমার বিকাশে গত এক বছর আগে কিছু টাকা এসেছিল আমার অনেক দিন অপেক্ষা করেছি কিন্তু কেউ টাকাটার খুজে আমার সাথে যোগাযোগ করেনি। যে নাম্বার থেকে টাকাটা এসেছে সেই নাম্বারটা বিকাশ এজেন্ট নাম্বার। আমি টাকাটা এজেন্ট নাম্বারে দিতে চাইছি না। কারণ যদি সে আমানতের খিয়ানত করে তাই। এই জন্য আমি টাকাটা দিয়ে কিছু ইসলামী বই কিনে দান করে দিতে চাই। এটা আমার জন্য জায়েয হবে কি-না? এবং যদি আমি ভবিষ্যত টাকাটা মালিক পাই তাহলে তাকে ফিরত দিবো।

উত্তর

জ্বী, ইসলামী বই কিনে দান করে দিতে পারেন। পরে মালিক পেলে টাকা ফেরত দিবেন।