আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4852

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 মে 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু। প্রিয় শায়েখ, আমি একজন প্রাক্টিসিং মুসলিম হিসেবে ইসলামের আরকান আহকাম সমূহ মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি। আমি একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছি এবং বার বার অনুশোচনায় ভুগতেছি আল্লাহর আজওয়াজাল এর কাছে অনেক কান্নাকাটি করি বিষয়টি নিয়ে। সমস্যা টা হল, দুই বছর আগে আমি একটা মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে পছন্দ করি এবং পারিবারিক ভাবে প্রস্তাব পাঠানোর জন্য মনোস্থ করি। কিন্ত হঠাৎ করে অর্থনৈতিক সংকটের কারনে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি এবং আমরা ফোনে যোগাযোগ চলমান রাখি।একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টা বুঝতে পেরে আমরা দুজনেই পরামর্শ করে একাধিক বার যোগাযোগ বিচ্ছিন্ন করার চেস্টা করেছি। কিন্তু প্রতিবারই মেয়েটা অসুস্থ হয়ে গেছে আমিও মানুষিক ভাবে ভেংগে পড়েছি। এমতাবস্থায় আমরা উভয় পরিবারে বিষয়টা অবহিত করি এবং পারিবারিক ভাবে সমাধান করার চেষ্টা করি। কিন্তু মেয়ের অভিভাবক আমার অর্থনৈতিক সমস্যার জন্য আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছেনা। তারা মেয়ের সাথে যোগাযোগ করা বন্ধ করতে অনুরোধ করছে এবং আমি তাদের কথা রেখেছি কিন্তু দুজনই অনেক কস্ট পাচ্ছি। উল্লেখ্য, আমাদের উভয় পরিবার দ্বীন দার পরিবার। আমি একটা কোম্পানিতে চাকরি করি ১০০% হালাল উপার্জন।এবং আমাদের উদ্দেশ্য সৎ, ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর রাস্তায় জীবন নির্বাহ করা।এমতাবস্থায় আমাদের করোনীয় কি? আশা করছি উত্তর টা দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়ের পরিবার যেহেতু বিয়ে দিতে চাচ্ছে না, সেহেতু এখন বিয়ে করার কোন সুযোগ নেই। আর কয়েকটা দিন কষ্ট করে যোগাযোগ বন্ধ রাখুন। ইনশাআল্লাহ ধীরে ধীরে কষ্ট দূর হয়ে যাবে। আর এই ধরণের সম্পর্কের বিয়েতে পরে সাধারণত অশান্তি হয়। সুতরাং বিয়ে না হওয়াটায় আপনার জন্য ভালো বলে মনে হয়।