আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4851

হালাল হারাম

প্রকাশকাল: 12 মে 2019

প্রশ্ন

আস্সালামু আলাইকুম,
১. আমাকে কোম্পানির কাজের জন্য বিভিন্ন সময় বাইরে যেতে হয়, এর জন্য কোম্পানি আমকে যাতায়াত খরচ দেয়, তবে যাতায়াত এর পর আমার কি পরিমান খরচ হল সেই টা বিল করতে হয়,এখন আমার প্রশ্ন হল আমি কোম্পানির কাজের জন্য কোথায় ও হেটে গিয়ে যদি বিল করি রিক্সা ভারা বা অন্য কনো যানবাহন এবং ওই টাকাটা আমি নেই সেই টাকা কি আমার জন্য হালাল না কি হারাম? দয়া করে উত্তর দিবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাতায়াতে যদি খরচ না করেন তাহলে বুঝবেন কিভাবে যে, কত টাকা খরচ হলো? সুতরাং এমন বিল না করায় ভালো। তবে কোম্পানীর পক্ষ থেকে যদি আপত্তি না থাকে তাহলে সর্বনিম্ন খরচ আপনি নিতে পারেন।