আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4292

লেনদেন

প্রকাশকাল: 30 অক্টো. 2017

প্রশ্ন

আসসালমু আলাইকুম,
আমাদের এলাকায়জমি বন্ধক এর সিস্টেম চালু আছে কেউ ১ লাখ টাকা নিয়ে জমি বন্ধক রাখলে জমির মালিক টাকা না দেয়া পর্যন্ত সে চাষ করে,এটা হারাম আমি জানি। প্রশ্ন হল আমি কি জমি লিজ নিতে পারবে? যেমন কিছু জমি লিজ নিলাম ভাড়া বাবত মালিককে অগ্রিম ১ লাখ টাকা দিয়ে দিলাম,মাস কিংবা বছর ভিত্তিক দুইজনের সম্মতিতে যে ভাড়া নির্ধারণ হল তা কেটে যাবে। জমির মালিক যখন টাকা ফেরত দিতে চাইবে ভাড়া বাবদ যে টাকা কেটেছে সেটা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিবে। এটা কি জায়েয হবে কিংবা না হলে অন্য কোন উপায় আছে কোরআন সুন্নাহ্ এর আলোকে জানালে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলইকুমুস সালাম। হ্যাঁ, আপনি যেভোবে বর্ণনা করেছেন সেভাবে লিজ নিতে পারবেন। তবে ভাড়াটা যেন গ্রহনযোগ্য পর্যায়ের হয়, নাম মাত্র না হয়।