আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4293

বিচার আচার

প্রকাশকাল: 31 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি রংপুর থেকে আরিয়ান বলছি। আমার বয়স ২২ আর আমি অবিবাহিত। আমি আপনাদের সাহায্য প্রার্থী। আমি শয়তানের ধোকায় পড়ে যিনায় লিপ্ত হই এবং পারস্পারিক সম্মতি ক্রমেই এটি হয়। কিন্ত এর পর ২ বছর অতিক্রম করলেও আমি এখনো অত্যন্ত অনুশুচনা করি এবং তাওবা করি আর কোন দিন এমন কাজ করব না এবং করিও নাই। আমি প্রতিনিয়ত আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই কিন্তু তবুও শান্তি পাই না। কারন আমি জানি অবিবাহিতদের জন্য এটার শাস্তি ১০০ বার বেত্রাঘাত। কিন্ত আমি তো বার বার ক্ষমা চাই আর তাওবা করি। বাংলাদেশে এই শাস্তি দেয়ার মতো কোন আইন না থাকলেও এটা আল্লাহর আইন। আমার প্রশ্ন হলো এতো ক্ষমা চাওয়ার পরও এবং তাওবা করে ফিরে আসার পরও কি আমাকে বাংলাদেশে এই শাস্তি নিজ দায়িত্বে পেতে হবে নাকি শুধু খাস নিয়াতে তাওবা করা আর ক্ষমা চাইলেই হবে। ….. আমি অত্যন্ত অনুতপ্ত আর আমি খুব দুশ্চিনতার মধ্যে আছি। ….. দয়া করে আমাকে আপনারা সাহায্য করুন…আমি মুক্তি চাই…আল্লাহর দোহাই…আমাকে সাহায্য করুন….

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেভাবে গুনাহ থেকে তওবা করেছেন এবং গুনাহ থেকে ফিরে এসেছেন তাতে আশা করি অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবেন এবং ক্ষমা করবেন। আপনি বেশী টেনশন করবেন না। ফরজ-ওয়াজিব ইবাদতগুলো যথাযথ পালন করুন, হালাল-হারাম মেনে চলুন, সুন্নাত-নফল ইবাদত বেশী বেশী করার চেষ্ট করুন, দান-সদকা বৃদ্ধি করুন। আমরাও আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিন এবং আপনার হৃদয়ে প্রশান্তি দান করুন।