আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4291

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন গুনাহগার বান্দা। আমি রাতের বেলা মাঝে মাঝে খারাপ জিনিস দেখে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি প্রতিনিয়ত। আবার আমি অনেক নফল ইবাদত ও করি এবং নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মোতাবেক সবসময় চলার চেষ্টা করি। এই খারাপ জিনিস থেকে আমি যতই দূরে যেতে চাচ্ছি পারছি না। এ থেকে উত্তরণের উপায়টি বলে দিন আমাকে। আমি খুবই ক্লান্ত হয়ে এই একই গুনাহ বার বার করতে করতে। গুনাহ করার পর খুবই আফসোস হয় এবং তওবাও করি তাও যেন গুনাহ আবার পুনরাবৃত্তি হয়ে যায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার জন্য সহজ সমাধান হলো এমন একটি মোবাইল ব্যবহার করা যাতে শুধু কথা বলা যায়। অডিও, ভিডিও কিছু নেই। কম্পিউটার ব্যবহার না করা। তাড়াতাড়ি শুয়ে লাইট বন্ধ কর শুয়ে পড়ে ঘুমানোর চেষ্ট করুন। কষ্ট হলেও দুই সপ্তাহ এমন করুন, তারপর এভাবে চলতে আর কষ্ট হবে না। ইন্টারনেট ব্যবহার করা তাদের প্রয়োজন যারা এখানে অর্থনৈতিক কাজ করে, ধর্মের জন্য কাজ করে। অন্যদের জন্য ইন্টারনেটের বাইরেই মোটামুটি সব কিছু আছে। খুব প্রয়োজনে অন্য কারো থেকে ইন্টারনেটের সাহায্য নিবেন। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।