আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4262

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একজন আর্থিক ভাবে ঋণের বোঝায় পড়ে খুব বিপদে পড়েছে। সে কি এমন কোন সামর্থ্যবান পরিবারের সাথে বিয়ের সম্পর্ক করতে পারে যারা তাকে বিয়ের পর আর্থিক ভাবে সাহায্য করে উক্ত সমস্যা হতে বের হতে সাহায্য করবে? এর মাধ্যমে যদি দুটি পরিবারই উপকৃত হয় তা হলে এটা কি শরীয়াহ্ মোতাবেক হুকুম কী হবে?
তবে ছেলের উদ্যেশ্য এই নয় যে টাকার জন্য বিয়ে করা, উদ্যেশ্য আল্লাহর হুকুম পালন করা তবে হয়তো ঐ পরিবারের সাহায্যের কারণে সমস্যার নিষ্পত্তি হলো। এটা কি জায়েজ হবে?
জানালে কৃতজ্ঞ থাকবো। জাযাকা-আল্লাহ্ খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কোন ছেলে তার চেয়ে বেশী অর্থের অধিকারী বাড়িতে বিয়ে করতে পারে, এতে শরীয়তে কোন সমস্যা নেই।