আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4263

নামায

প্রকাশকাল: 1 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, মসজিদ খোলা কিন্তু বাসায় নামাজ আদায় করলে গুনাহ হবে কিনা এই ভাইরাস সক্রমন হওয়ার ভয়ে? আর জুমার নামাজে ও না যাই তাহলেও গুনাহ হবে কিনা? যেতে চাইলেও অভিবাবক নিষেধ করে| জানাবেন কি|

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে গেলেই ভায়রাস ধরবে বিষয়টি তো এমন নয়। সুতরাং মসজিদ খোলা থাকা অবস্থায় বাসায় নামায পড়া ঠিক হবে না। জুমার নামায অবশ্যই মসজিদে যেতে হবে।এ ক্ষেত্রে অভিভাবকের কথা মানা জরুরী নয়। তাদের বুঝাবেন যে, ভাইরাস আক্রান্ত হওয়া নিশ্চিত হলে মসজিদে না যাওয়ার অনুমতি ছিল। আর এরকম বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাসায় থাকলেও থাকে।