আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4261

ঈদ কুরবানী

প্রকাশকাল: 29 সেপ্টে. 2017

প্রশ্ন

শাইখ আমাদের এলাকায় বাগাতিপাড়া, নাটোর, রাজশাহী আমরা ছোট বেলা থেকে দেখি যে কুরবানী ঈদের পূর্বে ছাগল কিংবা গরু তাদের গলাতে লাল ফিতা বেঁধে রাখে ওইটা যে কুরবানীর জন্য সেটা চিহ্নিত করা হয়। আমার চাচা আমাকে লাল ফিতা বানিয়ে আনাতে বলে, তখন আমি বলেছি যে এটা দরকার নেই মানুষকে দেখিয়ে কি কবর, মানুষ নির্দিষ্ট করে ফেলবেন যে এইটা আমাদের কুরবানীর জন্য। কুরবানী আল্লাহ জন্য, এইটা না বাঁধানো ভাল হয় মনে করছি। তখন চাচা আমার কথার প্রতি উত্তরে বলেছেন এত কিছুই বল থাক কুরবানীর পশু চিহ্নিত করে রাখা সুন্নাত এটা জানো না। আমি আর কথা বলি নি, কারন এই বিষয়ে কিছুই জানি না। শাইখ আমাকে যদি এই বিষয়ে সাহায্য করতেন। কুরবানীর পশুর গলায় লাল ফিতা বাঁধা যাবে কি না?
আর এই ভাবে পশু চিহ্নিত করা সুন্নত কি না?

উত্তর

সুন্নাত মনে করে এমন লাল ফিতা বা অন্য কোন রঙের ফিতা বাধা যাবে না। তবে মানুষ যেন কুরাবনীর পশু মনে করে তার কোন ক্ষতি না করে বা অন্য কোন উপকারিতার জন্য এই ধরণের ফিতায় সমস্যা নেই।