আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4260

হালাল হারাম

প্রকাশকাল: 28 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শাইখ, আমি একজন মেডিকেলের ছাত্র। আমি চেষ্টা করি আরবি ও অন্যান্য ভাষার নাশিদের বাংলা অনুবাদ করার জন্য, কিন্তু সবসময় সব মুনশিদের অনুমতি পাওয়া যায় না যোগাযোগের অভাবে, কারণ অনেককে মেসেজ পাঠিয়েছি কিন্তু দেখেননি আবার যারা দেখেছেন, তাঁদের মধ্যে কেউ জবাব দেননি, আর কেউ অনুমতি দিয়েছেন, এখন কি আমি আমার কাজ তাঁদের অনুমতি ছাড়া চালিয়ে যেতে পারব?
আমার নাশিদ চ্যানেল:
https://www.youtube.com/channel/UCC2ekhVaA-FOo_D-X4m3xAg

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি অন্য ভাষায় অনুবাদ করা তাদের পক্ষ থেকে নিষেধ থাকে তাহলে অনুমতি ছাড়া অনুবাদ করা যাবে না। আর যদি কোন নিষেধাজ্ঞা না থাকে তাহলে আশা করি অনুবাদ করলে সমস্যা হবে না।