আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3787

যাকাত

প্রকাশকাল: 12 জুন 2016

প্রশ্ন

আমি একজন প্রবাসি, প্রবাসে থেকে ব্যাংকে কিছু টাকা জমিয়েছি, গত রমজানে এর পরিমান ছিল ২৬০০০০ আর বর্তমানে টাকার পরিমান ৬৩০০০০ টাকা। আর আমি কিছুদিন বাদে দেশে চলে গিয়ে এই টাকা দিয়ে ব্যাবসা করবে এখন আমাকে কত টাকা যাকাত দিতে হবে? ৬ লক্ষ ৩০ হাজারে না কি ২ লক্ষ ৬০ হাজারের যাকাত দিব।

উত্তর

আপনাকে এখন ৬ লক্ষ ৩০ হাজার টাকার যাকাত দিতে হবে। যাকাত ফরজ হওয়ার পর যাকাত দেয়ার সময় যত টাকা থাকে তার পুরোটার যাকাত দিতে হয। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিয়ে দেন আল্লাহ তায়ালা আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।