আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3788

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 জুন 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম। একজন ব্যক্তির এই প্রশ্নটির উত্তর জানা খুবই দরকার। প্লিজ উত্তর দিবেন। প্রশ্নঃ একজন ব্যক্তি একবার নিজের স্ত্রীর সম্পর্কে ফেসবুকে অনেক খারাপ কথা লিখেছিল। সে খারাপ ভাষায় তার স্ত্রীকে গালি দিয়েছিল এবং তাকে পতিতা বলেছিল। সে বলেছিল, তার স্ত্রী পরপুরুষদের সাথে যৌনসঙ্গম করে (যিনা করে)। সে এভাবে তার স্ত্রীর বিরুদ্ধে যিনার অপবাদ দিয়েছিল। সে এই কথাগুলো রাগ করে বলেনি। সে সুস্থ-স্বাভাবিক মস্তিষ্কে, ঠান্ডা মাথায়ই এই কথাগুলো বলেছিল। তবে সে জানতো যে, সে যেই কথাগুলো বলছে, সেগুলো ডাহা মিথ্যা। সত্যটা হলোঃ তার স্ত্রী কখনোই যিনা করেনি। সে সত্যটা জেনেও তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে লোকটি অনুশোচনা বোধ করে এবং তওবা করে। কিন্তু সে এখন খুবই চিন্তিত। তার চিন্তা হলঃ তার এই অপবাদ দেওয়ার কারণে কি তার স্ত্রী তালাক হয়ে গেছে? লোকটি কোরআন মাজীদ ও হাদীস থেকে স্ত্রীকে অপবাদ দেওয়া, লিআন করা ও তালাক দেওয়া- এসব বিষয়ে পড়েছে। তার চিন্তা হলঃ সে অপবাদ দেওয়ার মাধ্যমে কি লিআন করে ফেলেছে? ফলে তার স্ত্রী কি তালাক হয়ে গেছে? উল্লেখ্য যে, লোকটি যখন তার স্ত্রীকে যিনার অপবাদ দিয়েছিল, তখন সে আল্লাহর কসম খায়নি। এবং আমি যদি মিথ্যা বলে থাকি, তাহলে যেন আল্লাহর লানত আমার উপর পড়ে – এরকম করেও সে বলেনি। অর্থাৎ সূরা আন-নূরে আল্লাহ তালা যেভাবে লিআন করতে বলেছেন, লোকটি সেভাবে করেনি। সে শুধু ফেসবুকে তার স্ত্রীকে অপবাদ দিয়ে পোস্ট করেছিল। লিআনে যেভাবে ইসলামিক শাসক বা বিচারকের সামনে গিয়ে বলতে হয়, সে সেটা করেনি। সে ফেসবুকে লিখেছিল, কিন্তু আল্লাহর শপথ করেনি। কিছু মানুষ সেই ফেসবুক পোস্ট পড়েছে, কিন্তু তার স্ত্রী এসব বিষয়ে কিছুই জানেনা। এখন ব্যক্তিটির প্রশ্ন হলঃ স্ত্রীকে যিনার অপবাদ দেওয়ার কারণে কি স্ত্রী তালাক হয়ে গেছে? সে যখন স্ত্রীকে অপবাদ দিয়ে ফেসবুকে লিখেছিল, তখন সে তালাক দেওয়ার নিয়ত করেনি। এখনও সে তালাক দিতে চায়না। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং সে যে তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়েছিল- এজন্য সে খুবই অনুতপ্ত। সে তওবা করেছে। সে যে তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়েছিল- এই কথা কি তার স্ত্রীকে জানাতে হবে ও তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে? তাকে কি মিথ্যা অপবাদ দেওয়ার কারণে শাস্তি পেতে হবে (৮০ দোররা মার)? যদি পেতে হয়, তাহলে কিভাবে পেতে হবে? সে কি কোনো শাইখ এর কাছে গিয়ে এই শাস্তিটি গ্রহণ করবে? সে অনুতপ্ত হয়ে তওবা করেছে। তার এখন এটা জানা খুবই দরকারঃ স্ত্রীকে যিনার মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কি তাদের বিয়ের বন্ধন ভেঙ্গে গেছে? স্ত্রী কি তালাক হয়ে গেছে?
প্লিজ প্রশ্নগুলোর উত্তর দিবেন। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তার স্ত্রী তালাক হয়ে যায় নি। বিষয়টি তার স্ত্রীকে জানানোও লাগবে না। সে শুধু তওবা করে সামনে থেকে এই ধরণের কাজ থেকে বিরত থাকবে।