আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3665

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 ফেব্রু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম বৃষ্টির পানি উঠানে পড়লে এবং তার ছিটা যদি গায়ে পড়ে তাহলে নাপাক হয়ে যাবে? নাপাকি নিয়ে সন্দেহ হয় এ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বৃষ্টির পানি উঠান থেকে ছিটে গায়ে লাগলে শরীব ও কাপড় নাপাক হবে না। তবে উঠান যদি নাপাক থাকে তাহলে ঐ নাপাকের উপর থেকে পানি ছিটকে গায়ে লাগলে নাপাক হবে। সন্দেহ থেকে বাঁচার উপায় হলো সন্দেহর উপর ভিত্তি করে কোন কাজ করা যাবে না। সন্দেহ হলেই সেই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে না। যে ব্যাপারে নিশ্চিত হবেন সেটাই শুধু গ্রহন করবেন।