আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3666

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 ফেব্রু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর নাপাকি বা প্রস্তাবের ছিটা শুকিয়ে গেলে পড়ে ভিজা হাত বা ভিজলে কি পুনরায় না পাক হয়ে যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নাপাক বা প্রস্রাবের ফোটা থেকে পবিত্র হওয়ার উপায় হলো পানি দিয়ে নাপাক ধুয়ে ফেলা। না ধোয়া অবস্থায় শুধু শুকিয়ে গেলে পাবিত্র হয় না। তাই শুকানো স্থানে পানি লাগলে সেই নাপাক বস্তু পানির সাথে উঠে আসে বিধায় নাপাকের উপরে ভেজা হাত বা কাপড় রাকলে এ ভিজা হাত বা কাপড় নাপাক হয়ে যাবে। আর ঐ নাপাক বা প্রস্রাবের স্থান পুনারায় নাপাক হয় না, বরং আগে থেকেই সেটা নাপাক। কিন্তু শুকনা হাত বা কাপড় এ স্থানে লাগলে সেই নাপাক শুকনা হাত বা কাপড়ে চলে আসতে পারে না। প্রয়োজনে 01762629405 এশার পর।