আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3664

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 ফেব্রু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, যদি আমার আয় ১০০% হালাল না হয় তাহলে আমার নামাজ হবে কনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম খাবার দিয়ে গড়া রক্ত-মাংসের কোন ব্যক্তির ইবাদত কবুল হবে না। সুতরাং আয় ১০০% হালাল হতে হবে। আয়ের ভিতর কিছুটা হারাম হলে অবশ্যই সেটা নামায ও অন্যান্য ইবাদাতে ঘাটতি সৃষ্টি করবে।