আসসালামু আলাইকুম
বাংলাদেশ সরকার সঞ্চয় পত্রের বিপরীতে যে ইন্টারেস দিচ্ছে তা নাকি হারাম। আমি যতটুকু শুনেছি যে সুদি কারবারি করে তার কাছ থেকে সুদ নেওয়া হারাম। যেমন ব্যাংক। কিন্তু সরকার আমার কাছ থেকে টাকা নিয়ে দেশের বা জনগনের উন্নয়নের জন্য কাজ করে কোন সুদি ব্যবসা করেনা তার বিনিময়ে আমাকে ইন্টারেস দিচ্ছে। তাহলে এটা কি হারাম। এমনকি সরকার আমার কাছ থেকে এই টাকার ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে তার মানে ইটা আমার ইনকাম। তাহলে আমি সরকারের সাথে ব্যবসা করছি।