আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3663

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 ফেব্রু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম
বাংলাদেশ সরকার সঞ্চয় পত্রের বিপরীতে যে ইন্টারেস দিচ্ছে তা নাকি হারাম। আমি যতটুকু শুনেছি যে সুদি কারবারি করে তার কাছ থেকে সুদ নেওয়া হারাম। যেমন ব্যাংক। কিন্তু সরকার আমার কাছ থেকে টাকা নিয়ে দেশের বা জনগনের উন্নয়নের জন্য কাজ করে কোন সুদি ব্যবসা করেনা তার বিনিময়ে আমাকে ইন্টারেস দিচ্ছে। তাহলে এটা কি হারাম। এমনকি সরকার আমার কাছ থেকে এই টাকার ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে তার মানে ইটা আমার ইনকাম। তাহলে আমি সরকারের সাথে ব্যবসা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মনে করেন আপনি কাউকে ৫ লাখ টাকা ধার দিলেন সেই টাকা সে বিভিন্ন ভালো কাজে লাগালো। আর বছর শেষে আপনাকে ৫০ হাজার টাকা বেশী দিলো। এটা যেমন সুদ। সঞ্চয়পত্রের অতিরিক্ত টাকাও সুদ। আপনার টাকা দিয়ে যদি ব্যবসা করতো আর আনুপাতিক হারে লাভ দিতো তাহলে জায়েজ হতো। কিন্তু সেই টাকা কোন কাজে ব্যয় করে আরেক খাত থেকে আপনার টাকা শোধ করছে, অতিরিক্ত কিছু টাকাও দিচ্ছে। সুদ তো এটাকেই বলে। কাউকে কর্য দিয়ে অতিরিক্ত গ্রহন করাই সুদ, উক্ত টাকা সেই ব্যক্তি যে কাজেই ব্যায় করুন না কেন। প্রয়োজনে 01762629405 এশার পর।