আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3647

সালাত

প্রকাশকাল: 24 জানু. 2016

প্রশ্ন

আমার কাছে একজন ভাই জানতে চেয়েছে জামাতে স্বলাতে দাড়ানোর সময় মুকতাদির পায়ের সাথে পা মেলাতেই হবে একথা কোথায় লিখা আছে? আমি এর উত্তরে কিছুই বলতে পারিনি তাই আপনাদের কাছে এই বিষয়টা জানতে চাই।

উত্তর

دثنا عمرو بن خالد قال حدثنا زهير عن حميد عن أنس عن النبي صلى الله عليه و سلم قال : ( أقيموا صفوفكم فإني أراكم من وراء ظهري ) . وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه (صحيح البخارى- كتاب الجماعة والإمامة >باب إلزاق المنكب بالمنكب والقدم بالقدم في الصف، হযরত আনাস রাঃ বলেন-রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা কাতার সোজা কর। নিশ্চয় আমি তোমাদের পিছন থেকেও দেখি। আর আমাদের একেকজন কাঁধের সাথে পাশের জনের কাঁধ মিলাতো, আর পায়ের সাথে পা মিলাতো। {সহীহ বুখারী, হাদীস নং-৬৯২} হাদীসে কাঁধ মেলানোর কথা আছে এবং পা মেলানোর কথা আছে। কাঁধ মেলানোর অর্থ যদি একজন আরেকজনের বরাবর দাঁড়ানো হয় তাহলে পা মেলানের অর্থও হবে একজনের পা আরেকজনের পা বরাবর হওয়া, পায়ের সাথে পা লাগানো নয়। আর যদি পায়ের সাথে পা লাগানো অর্থ ধরত হয় তাহলে কাঁধের সাথেও কাঁধ লাগাতে হবে, সেটা কতটুকু সম্ভব চিন্তা করুন।