আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3648

হালাল হারাম

প্রকাশকাল: 25 জানু. 2016

প্রশ্ন

আমার প্রশ্নটি হচ্ছে আমার মা পরিবার পরিকল্পনা পরিদশিকা তিনি ২০ বছরের ও বেশি সময় ধরে এই সরকারি চাকুরিটি করে আসছেন। তিনি একটি ইউনিয়ন এর দায়িত্তে আছেন। আমরা জানি পরিবার পরিকল্পনা জনগন কে কি ধরনের সেবা দিয়ে থাকে। যেমনঃ স্বল্প মেয়াদি জন্মবিরতিকরন, স্থায়ী জন্মবিরতিকরন, নরমাল ডেলিভারি, রুগিদের সাধারন চিকিৎসা + ওসধ দেওয়া, বাচ্চা পেটে আসার পর তা নষ্ট করা ইত্যাদি। এখন আমার মায়ের কাজগুলো সাধারনত মহিলা সংক্রান্ত, নরমাল ডেলিভারি করানো, ওসধ বিতরণ, বাচ্চা নষ্ট করা আবরশন করা ইত্যাদি। এখন উনি তাওবা করে বাচ্চা নষ্ট করা ছেড়ে দিয়েছেন তবে বাকি কাজগুলু করেন। এখন প্রশ্ন হচ্ছে তার এই চাকুরির টাকা কি হালাল উপার্জন হবে? এই উপার্জন এর অর্থ দিয়ে কি হজ্জ করা শুদ্ধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিনি যে কজেগুলো করেন সেগুলো বৈধ হলে তার বেতনের টাকাও বৈধ হবে এবং ঐ টাকা দিয়ে হজ্বও করতে পারবেন।