আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3565

প্রকাশকাল: 3 নভে. 2015

প্রশ্ন

আচ্ছা ইচ্ছাকৃত ভাবে যেই নামাজ গুলো ছেড়ে দেয়া হয়েছে, ৩ বছর বা ৪ বছর এর নামাজ নামাজ ক্বাযা অর্থাৎ আমরা যেটাকে উমরি ক্বাযা বলি সেটা আদায়ের নিয়মের ব্যাপারে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার (র.) এর কোন বক্তব্য থাকলে জানাবেন প্লিজ।

উত্তর

স্যার রহি. এর এই বিষয়ে নিচের বক্তব্যটি পাওয়া যায়। https://www.youtube.com/watch?v=NT-rMxK0r8w উমরী কাযা নামায কিভাবে আদায় করতে হবে?