ওয়া আলাইকুমুস সালাম। ঐ ভায়ের কথা পুরোপুরি ঠিক নয়। ফরজ সালাতের পূর্বে সুন্নাত সালাত দুই দুই রাকআত যেমনি পড়া যায় চার রাকআত একা সাথেও পাড়া যায়। তবে আলেমদের একদল বলেছেন, দুই দুই রাকআত করে পড়া উত্তম আবার আরেকদল বলেছেন, চার রাকআত এক সাথে পড়া উত্তম। আবু আইয়ুর আনসারী রা. বলেন, আমি নবী সা.কে জিজ্ঞাসা করলাম, قُلْتُ : فَفِيهَا سَلاَمٌ فَاصِلٌ ؟ قَالَ : لاَ যুহরের পূর্বের চার রাকআত সুন্নাত সালাতের মধ্যে (দুই রাকাত পর) সালাম ফিরাতে হবে কিনা? তিনি বললেন, না। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩৫৭৯। শায়খ শুয়াইব আরনাউত রহি. হাদীসটিকে হাসান বলেছেন। (লম্বা হাদীসের অংশবিশেষ এখানে দিলাম। ) সুতরাং এক সাথে চার রাকআত একত্রে নেই এই কথা মূর্খতা।