আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3112

কুরআন

প্রকাশকাল: 7 আগস্ট 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওয়াজগুলো কিছুদিন ধরে নিয়মিত শুনছি ও মুগ্ধ হচ্ছি। উনি পবিত্র কুরআন ও হাদীস অধ্যয়ন করতে বলেছেন। আমি আপনাদের কাছে একটা সাহায্য চাচ্ছি যে পবিত্র কুরআন শরীফের সবচেয়ে নির্ভুল তাফসীরসহ অনুবাদ এবং বাছাইকৃত হাদিসের সংকলন যেগুলো আমাদের মত সাধারণ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু বইয়ের তালিকা যদি আপনাদের কাছ থেকে পেতাম তাহলে খুব উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিস্তারিত তাফসীরের জন্য তাফসীরে ইবনে কাসির এবং সংক্ষিপ্ত তাফসীরেরর জন্য তাওযীহুল কুরআন পড়তে পারেন। ইসলামীক ফাউন্ডেশনের কুরআন তরজামাটি সাথে রাখবেন। হাদীসের জন্য রিয়াদুস সালেহীন কিতাবটি পড়তে পারেন।