আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3114

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 আগস্ট 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, তামাক চাষ বা বাজারজাত করন হালাল কি না। দলিল সহ জানালে উপকৃত হব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তামাক এবং তামাকজাত দ্রব্য মানুষকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ধ্বংস করে। তামাকের কারণে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। এটার ভিতর উপকারী কোন কিছু নেই ক্ষতি ছাড়া। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা, আয়াত ১৯৫।সুতরাং তামাক ব্যবহার করা যাবে না। তামাক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।