আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 278

হাদীস

প্রকাশকাল: 3 নভে. 2006

প্রশ্ন

প্রয়োজন বোধে জ্ঞান আহরনের জন্য সূদুর চীন দেশে যাও -এই হাদীসটি কি সহী?

উত্তর

অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে জাল বলে উল্লেখ করেছেন। কেউ কেউ একে অত্যন্ত দূর্বল বলে উল্লেখ করেছেন। সনদ বিচারে দেখা যায় দুজন অত্যন্ত দূর্বল রাবী, যারা মিথ্যা হাদীস বর্ণনা করতেন শুধুমাত্র তারাই হাদীসটিকে রাসূলুল্লাহ সা. এর কথা হিসাবে প্রচার করেছেন। আরো দেখুন, হাদীসের নামি জালিয়াতি[, পৃষ্ঠা-৪৫০।