আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 279

নামায

প্রকাশকাল: 4 নভে. 2006

প্রশ্ন

Asalam waleikum. Is Paan haram? Also is tayamum ok in a work environment? I work in a factory in USA and they dont allow time for namaz so in a short time I do namaz. Can you masah in normal socks. Im a female. Thank you

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পান একটি গাছের পাতা। এটা হারাম নয়। তবে র্জ্দ্দা যা তামাক থেকে উৎপন্ন হয় তা হারাম বলেই অধিকাংশ আলেম মনে করেন। আর এটাই যক্তিযুক্ত, কারণ জর্দ্দা মূলত তামাক আর তা শরীরের ক্ষতি করে। হ্যাঁ, আপনি চামড়ার মোজার উপর কিংবা মোটা কাপড়ের মোজার উপর মাসেহ করতে পারবেন। নামাযের সময় সময় কম থাকলে শুধু ফরজ নামায আদায় করবেন।