আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 277

নামায

প্রকাশকাল: 2 নভে. 2006

প্রশ্ন

যেখান পুরুষ ও মহিলা একসঙ্গে কাজ করে সেখানে মুসলিমদের কাজ করতে ইসলাম নিসেধ করে; কিন্তু আমাদের দেশে প্রায় সবসরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে ছেল ও মেয়ে একসঙ্গে কাজ করে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? একই বাপার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতেও দেখা যাই

উত্তর

নারী-পুরুষ এক সাথে কাজ করা জায়েজ নেই। যদিও নারী পর্দার সাথে থাকে। কারণ দেহের পর্দার পাশাপাশি মনের পর্দাও জরুরী। তবে একান্ত বাধ্য হলে পূর্ণ পর্দার সাথে কাজ করা যেতে পারে। একই বিধান স্কুল কলেজের ক্ষেত্রেও। আরো জানতে দেখুন আমাদের দেয়া ১৬৬ নং প্রশ্নের উত্তর।