আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2714

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 জুলাই 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। لا تشكر لزو جها وهى لا تستغن عنها স্যারের এক বয়ানে শুনেছি, যে নরীর হৃদয়ে স্বামির কৃতজ্ঞতা থাকে না। আমি এই হাদিসটির সনদ ও মতন বাংলা ভাষার অর্থ সহ জানতে চাই । আপনারা একটি হাদিস দিয়ছেন, কিন্তু সেই হাদিসের মাঝে এই আরবি গুলো তো নেই যা sir বয়ানে বলেছিল, আপনাদের দেওয়া উত্তের (2837) তাহলে সেটা কি ছিল?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিচের হাদীসে উক্ত শব্দগুলো খুঁজে পাবেন। 2771 – حدثنا بكر بن محمد بن حمدان المروزي ثنا إسماعيل القاضي ثنا شاذ بن فياض ثنا عمر بن إبراهيم عن قتادة عن سعيد بن المسيب عن عبد الله بن عمرو رضي عنه : أن رسول الله صلى الله عليه و سلم قال : لا ينظر الله إلى امرأة لا تشكر لزوجها و هي لا تستغني عنه هذا حديث صحيح الإسناد و لم يخرجاه تعليق الذهبي قي التلخيص : صحيح আল্লাহ এমন মহিলারে দিকে তাকাবেন না যে তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে তার মুখাপেক্ষী আলমুসতাদরক হাকেম, হাদীস নং ২৭৭১। হাদীসটি সহীহ।