আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2715

আদব আখলাক

প্রকাশকাল: 6 জুলাই 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ভাই আমার একটি পরদা সম্পর্কিত প্রশ্ন আছে। মেয়েদের শরীর ডাকা কুরআন এ আদেশ আছে। কিন্তু নিকাব /মুখ ডাকা কি কুরআন এ ফরজ করা হয়েছে? এটা কি না করলে গুনাহ হবে? আমার যানা মতে কুরআর এ শুধু হি্জাব পালন এর আদেশ আসছে। তবে মুখ খুলা রাখা যাবে কিন্তু শাজ সজ্জা করা যাবে না। এটা ই কি সত্য?আমি কুরআর থেকে সহি আদেশ জানতে চাই।

উত্তর

কুরআনের ঐ আয়াতের ভিত্তিতেই অধিকাংশ ফকীহের নিকট মুখ ঢাকা ফরজ। তবে অনেকে বলেছেন মুখ ঢ়াকা ফরজ নয়। তবে মুখ ঢেকে রাখা যে উত্তম এ ব্যাপারে সকলেই একমত। সুতরাং এই ফিৎনা ফাসাদের যুগে মুখ ঢেকে রাখা আবশ্যক বলে মনে হয় তবে কেউ যদি খোলা রাখে তাহেল সে পর্দা করছে না এমন বলা যাবে না।