আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2713

নামায

প্রকাশকাল: 4 জুলাই 2013

প্রশ্ন

আসসালামুআলাইকুম,আমি যশোর থেকে নোমান বলছি। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ি। আলহামদুলিল্লাহ্ আমি প্রায় সবগুলো ফরজ নামায ই মসজিদে গিয়ে পড়ি,আমার বাসা থেকে মসজিদ প্রায় ৮-৯ মিনিটের পথ। কিন্তু আমার সমস্যযা হলো আমি ফজরের নামাজ এর জন্য উঠতে পারি না। এমতাবস্থায় আমার কি করণীয়? আমি জানিও যে এতে কি পরিমাণ গোনাহ আমার হয়,কিন্তু অনেক চেষ্টার পরও আমি পারছি না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উঠতে পারছেনা বলে আসলে কী বলতে চাচ্ছেন সেটা স্পষ্ট নয়। মোবাইলে বা ঘড়িতে এলার্ন দিলেতো উঠা যায়। পরিবারের অন্য যারা উঠে তাদের ডাকতে বলতে পারেন। আর রাত্রে ১১ টার ভিতের শুয়ে পড়ার চেষ্টা করবেন।