দুই তালাক দেয়ার পর তিন তালাক দেয়ার সময় হয়ে গেল. কিন্তু তালাক দিল না, ওই মহিলা অন্যত্র বিবাহ করতে পারবে কি না?
উত্তর: জি। দুই তালাকই নয়, এক তালাক দেয়ার পরেও যদি ইদ্দত পার হয়ে যায়, স্ত্রী বায়িন হয়ে যায়। আগের স্বামীর সাথে আর সম্পর্ক থাকে না। তিনি অন্য জায়গায় বিয়ে করতে পারেন অথবা আগের স্বামীকেও নতুন করে বিয়ে করতে পারেন। আর তিন তালাক হলে আগের স্বামীকে বিয়ে করতে পারেনই না।