প্রশ্ন-২০৫: ইফতারের সময় কোন দু‘আ পড়া সুন্নাত?

উত্তর: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইফতারের সময় বলতেন:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

(অর্থ) পিপাসা চলে গেল, দেহের শিরা-উপশিরাগুলো পানি পেল, আর্দ্র হল এবং আল্লাহ তাআলার মর্যিতে সাওয়াব অর্জিত হয়ে গেল।1সুনান আবু দাউদ, হাদীস নং-২৩৫৭; মুসনাদ বাযযার, হাদীস নং-৫৩৯৫; সুনান দারাকুতনি, হাদীস নং-২২৭৯; মুস্তাদরাক হাকিম, হাদীস নং-১৫৩৬
অন্য হাদীসে এসেছে, কোনো কোনো সাহাবি ইফতারের সময় দু‘আ করতেন:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي

(অর্থ) হে আল্লাহ, আপনার সর্বব্যাপী রহমত, যে রহমত সবকিছুকে ঘিরে নিয়েছে, সেই রহমতের ওসীলায় আমি আপনার কাছে দু‘আ চাচ্ছি- আপনি আমরা গোনাহগুলোকে মাফ করে দিন।
বিভিন্ন দুর্বল সনদের বর্ণনায় এসেছে:2সুনান ইবন মাজাহ, হাদীস নং-১৭৫৩; বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস নং-৩৬২১

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
(অর্থ) হে আল্লাহ, আপনার জন্যই সিয়াম পালন করেছি এবং আপনার রিযিক দিয়েই আমি ইফতার করছি।3সুনান আবু দাউদ, হাদীস নং-২৩৫৮; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস নং-৯৭৪৪; বাগাবি, শারহুস সুন্নাহ, হাদীস নং-১৭৪১।