ফরয সালাতের নিয়মানুবর্তিতা
আমরা দেখেছি যে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার শয়তান ‘কারীন’ বা সহচর তার নিয়ন্ত্রণ গ্রহণ করে। এজন্য ন্যূনতম ফরয সালাতগুলো ঠিকমত আদায় না করলে মানুষ শয়তান জিনের নিয়ন্ত্রণে চলে যায়। পাঁচ ওয়াক্ত সালাত, বিশেষত ফজরের সালাত জামা‘আতে আদায় করা এবং কোনোভাবে সালাত কাযা না করা আল্লাহর সুরক্ষা ও যিম্মাদারি লাভের অন্যতম উপায়। ফরয সালাত কাযা করলে মহান আল্লাহর যিম্মাদারি চলে যায়। আর যে ব্যক্তি ফজরের সালাত জামা‘আতে আদায় করবে সে ব্যক্তি সারাদিন মহান আল্লাহর যিম্মাদারির মধ্যে থাকবে। কেউ এ ব্যক্তির ক্ষতি করলে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। বিভিন্ন সহীহ হাদীস দ্বারা বিষয়গুলো প্রমাণিত।