১০. ২. শবে বরাতের হালুয়া-রুটি

এ রাত্রিতে হালুয়া-রুটি তৈরি করা, খাওয়া, বিতরণ করা ইত্যাদি সবই বানোয়াট ও ভিত্তিহীন কর্ম। এ রাত্রিতে এ সকল কর্ম করলে কোনো বিশেষ সাওয়াব পাওয়া যাবে মর্মে কোনো হাদীস বর্ণিত হয়নি। এ বিষয়ে ফুরফুরার পীর আল্লামা আবূ জাফর সিদ্দীকী তাঁর লেখা “আল-মাউযূআত” গ্রন্থে বলেন: “মুর্খ লোকেরা বলে যে, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহদ যুদ্ধে আহত হন এবং তাঁর মুবারক দাঁত ভেঙ্গে যায় তখন তিনি হালুয়া খেয়েছিলেন। এজন্য শবে বারাতে হালুয়া বানাতে হয়’। কথাটি ভুল। আর উহদের যুদ্ধ শাওয়াল মাসে ঘটেছিল।”