পট্টি বা ব্যান্ডেজের উপর মাসাহ করা
عَنْ عَلِيِّ بْنِ أَبِيْ طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: اِنْكَسَرَتْ إِحْدَى زَنْدَيَّ فَسَأَلْتُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنِيْ أَنْ أَمْسَحَ عَلَى الْجَبَائِرِ.
আলী বলেন, আমার এক হাতের কব্জির হাড় ভেঙ্গে যায়। আমি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞাসা করি। তিনি আমাকে ব্যান্ডেজের উপরে মাসাহ করতে নির্দেশ দেন। (হাদীসটি আব্দুর রাযযাক, ইবনুস সুন্নি ও আবু নুআইম হাসান সনদে সংকলন করেছেন)।1মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৬২৩; আবু নুআইম, আত তিব্বুন নাবাবি, হাদীস-৪১২