পানি বা পানীয়ের মধ্যে মাছি পতিত হলেঃ

عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْه مَرْفُوْعًا: إِذَا وَقَعَ الذُّبَابُ فِيْ شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ ثُمَّ لِيَنْزِعْهُ فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالْأُخْرَى شِفَاءً.

আবু হুরাইরা রাযিআল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানীয়ের মধ্যে যদি মাছি পতিত হয় তাহলে সে যেন মাছিটিকে পুরোপুরি পানীয়ের মধ্যে চুবিয়ে দেয় এরপর তা তুলে ফেলে দেয়। কারণ তার দুই ডানার এক ডানায় রোগ ও অন্য ডানায় প্রতিষেধক থাকে (বুখারি)।