বিড়ালের ঝুটা
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: طُهُوْرُ الْإِنَاءِ إِذَا وَلَغَ فِيْهِ الْهِرُّ أَنْ يَغْسِلَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ… غُسِلَ مَرَّةً
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কোনো পাত্রে বিড়াল মুখ দেয় বা পান করে তাহলে তার পবিত্রতা হল একবার বা দুইবার তা ধৌত করা।
হাদীসটি তাহাবি সংকলন করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন। তিরমিযিও হাদীসটি সংকলন করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন। তার বর্ণনায় বলা হয়েছে, ‘একবার ধৌত করা’। দারাকুতনি হাদীসটি আবু হুরাইরার কথা ও মত হিসাবে সংকলন করেছেন। তার বর্ণনায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে পাত্রের পানি ঢেলে ফেলে দিবে এবং পাত্রটি একবার ধোবে।1সুনান তিরমিযি, হাদীস—৯১; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস—৫১
গ্রন্থকার বলেন, এ সকল হাদীসের নির্দেশ সম্ভবত পরিচ্ছন্নতা ও উত্তম পর্যায়ের এবং স্বভাবজাত ঘৃণা বা বিরক্তি থেকে মুক্ত হওয়ার জন্য। কারণ বিড়ালের ঝুটা নাপাক নয় বলে অন্য হাদীসে উল্লেখ করা হয়েছে।
عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيْ قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِيْ هِرَّةٍ: إِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِيْنَ عَلَيْكُمْ أَوِ الطَّوَّافَاتِ
কাবশাহ বিনতু কা‘ব ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বিড়ালের বিষয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়। বিড়ালেরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে (পারিবারিক সদস্যদের মতোই)। (আহমাদ ও চার সুনান। তিরমিযি হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)।2মুসনাদ আহমাদ, হাদীস—২২৫৮০; সুনান আবু দাউদ, হাদীস—৭৫; সুনান তিরমিযি, হাদীস—৯২; সুনান নাসায়ি, হাদীস—৬৮; সুনান ইবন মাজাহ, হাদীস—৩৬৭