সালাতে মনোযোগ বৃদ্ধির যিকিরঃ
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ: আ‘ঊযু বিল্লাহ-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থ: আমি আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে। উসমান ইবনুু আবীল আস রাদিআল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল, শয়তান আমার ও আমার সালাতের মধ্যে বাধ সাধে এবং আমার কিরাআত এলোমেলো করে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সে শয়তানের নাম: খিনযিব। যখন এরূপ অনুভব করবে তখন (উপরের যিকির) পাঠ করে তোমার বাম দিকে থুথু ফেলবে। তিনবার করবে। উসমান রাদিআল্লাহু আনহু বলেন: আমি এরূপ করলাম, ফলে আল্লাহ্‌ উক্ত শয়তানকে আমার থেকে দূর করে দিলেন।1মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ২৫-বাবুত তাআওউয…) ৪/১৭২৮, নং ২২০৩ (ভা. ২/২২৪)। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময়ে ও অবস্থায় এরূপ ওয়াসওয়াসা হলে মুসাল্লী এ যিকিরটি এক বা একাধিকবার পালন করতে পারেন।