যিকর নং ১৯২: কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দু‘আ-১
((اَللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ))
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্না- নাজ‘আলুকা ফী নু‘হূরিহিম ওয়া না‘ঊযুবিকা মিন শুরূরিহিম।
অর্থ: হে আল্লাহ, আমরা আপনাকে তাদের কণ্ঠদেশে রাখছি এবং আপনার আশ্রয় গ্রহণ করছি তাদের অকল্যাণ থেকে। হাদীসটি সহীহ।1আবু দাউদ (কিতাবুস সালাত, বাব… ইযা খাফা কাওমান) ২/৯১ (ভা ১/২১৫); মুসতাদরাক হাকি ২/১৫৪।
যিক্র নং ১৯৩: কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দু‘আ-২
((اَللّٰهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ))
উচ্চারণ: আল্লা-হুম্মাক্ ফিনীহিম বিমা- শিঅ্তা।
অর্থ: হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা আমাকে তাদের থেকে সংরক্ষণ করুন।2মুসলিম (৫৩-কিতাবুয যুহদ, ১৮-বাব কিস্সাতু আসহাবিল উখদূদ) ৪/২২৯৯ (ভা ২/৪১৫)।