আস-সুন্নাহ ট্রাস্ট

সাম্প্রতিক সংবাদ

মুমিনের কালব আল্লাহর আরশ

সমাজের বহুল প্রচলিত একটি বাক্য: “মুমিনের হৃদয় আল্লাহর আরশ”: ‘বাড়ির পাশে আরশি নগর’!! এ বিষয়ে বিভিন্ন বাক্য প্রচলিত, যেমন:
الْـقَـلْـبُ بَـيْـتُ الـرَّبِّ : হৃদয় প্রভুর বাড়ি।
قَلْـبُ الْمُـؤْمِنِ عَـرْشُ اللهِ : মুমিনের হৃদয় আল্লাহর আরশ।
مَا وَسِعَنِيْ أَرْضِيْ وَلاَ سَمَائِيْ وَلَكِنْ وَسِعَنِيْ قَلْبُ عَبْدِيْ الْمُؤْمِن
আমার যমিন এবং আমার আসমান আমাকে ধারণ করতে পারে নি, কিন্তু আমার মুমিন বান্দার কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে।
এগুলো সবই বানোয়াট হাদীস। কোনো কোনো আলিম বাক্যগুলি তাঁদের গ্রন্থে সনদবিহীনভাবে হাদীস হিসাবে উল্লেখ করেছেন। মুহাদ্দিসগণ অনেক গবেষণা করেও এগুলোর কোন সনদ পান নি, বা কোন হাদীসের গ্রন্থে এগুলোর উল্লেখ পান নি। এগুলি সনদবিহীন জাল কথা।1মোল্লা আলী কারী, আল আসরার, পৃ. ১৭০ ও ২০৬; আল-মাসনূয়, পৃ. ১০০ ও ১৩০; যারকানী, মুখতাসারুল মাকাসিদ পৃ. ১৪৬ ও ১৭১; আহমাদ ইবন তাইমিয়া, আহাদীসুল কুসসাস, পৃ. ৫৩-৫৫; সাখাবী, আল-মাকাসিদ আল-হাসানা, পৃ. ৩১৫ ও ৩৭৪; ইবনু র্আরাক, তানযীহ ১/১৪৮।
বই: হাদীসের নামে জালিয়াতি, জানুয়ারি ২০১৭ ঈসায়ী, পৃ. ২৭৮
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
আপনার ইমেইল
Print

মন্তব্য করুন

Your email address will not be published.