বিশ্বাসের নিফাক (النفاق الاعتقادي)
অন্তরের মধ্যে অবিশ্বাস গোপন রেখে মুখে বিশ্বাসের প্রকাশকে বিশ্বাসের নিফাক বা নিফাক ই’তিকাদী বলা হয়। এরূপ নিফাকের স্বরূপ নিম্নরূপ:
(১) রাসূলুল্লাহ সা.-এর সকল শিক্ষা বা দা‘ওআত বা তাঁর শিক্ষার কোনো দিককে মিথ্যা বলে মনে করা,
(২) তাঁকে ঘৃণা করা বা তাঁর প্রতি বিদ্বেষ পোষণ করা
(৩) তাঁর কোনো শিক্ষাকে ঘৃণা করা,
(৪) তাঁর দীনের অবমাননায় আনন্দিত হওয়া অথবা
(৫) তাঁর দীনের সাহায্য করতে অপছন্দ করা।
মূলত কুরআন-হাদীসে এরূপ নিফাকের কথাই বলা হয়েছে।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, পৃ. ৩৭৬